বানিয়াচংয়ে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। মঙ্গলবার(৭ মে) দুপুরে উপজেলার নির্বাচন কার্যালয় হতে এই সরঞ্জাম বিতরণ করা হয়। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, কমিশনের নির্দেশনা মোতাবেক নির্বাচনের দিন ভোট কেন্দ্রে পাঠানোর নির্দেশনা থাকায় আমরা উপজেলার ১০৬ কেন্দ্রে সরঞ্জামাদি পাঠানো হচ্ছে। দুপুরে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগণ এসব নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন। পরে আইনর্শঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় বিভিন্ন ভোট কেন্দ্রে এসব সরঞ্জাম পাঠানো হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো: সাইদুর রহমান জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার লক্ষে পর্যাপ্ত নিরাপত্তাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, বিজিবি, র্যাবের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন,ভাইস চেয়ারম্যান পদে ৯জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।