ঢাকাTuesday , 23 April 2024
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচন : প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

Link Copied!

আগামী ৮মে অনুষ্ঠিতব্য বানিয়াচং উপজেলা পরিষদের নির্বাচনের ১ম ধাপের নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।  মঙ্গলবার (২৩এপ্রিল) হবিগঞ্জের জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান।

উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে বরাদ্ধকৃত প্রতীকের মধ্যে রয়েছে উপজেলা চেয়ারম্যান পদে আবুল কাশেম চৌধুরী (মোটরসাইকেল), ইকবাল হোসেন খান (আনারস) ও বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার (ঘোড়া)।

উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন খান (চশমা),এস এম সুরুজ আলী (মাইক),কৃষ্ণ দেব (টিউবওয়েল),তাফাজ্জুল হক (বই),প্রিয়তোষ রঞ্জন দেব বৈদ্যুতিক বাল্ব),আসিক মিয়া (তালা),ফারুক আমীন (উড়োজাহাজ),সৈয়দ নাছিরুল ইমাম (টিয়া পাখী)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহেনারা আক্তার বিউটি (প্রজাপতি),মুক্তা রানী দাস রিয়া(ফুটবল) ও শিউলি রানী দাস (কলস)।

বানিয়াচং উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬শ ১০ জন। এর মধ্যে মহিলা ভোটার ১ লাখ ৩৪ হাজার ৮শ ৩১ ও পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৭শ ৭৯ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১০৬টি।