বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা পরিষদের ডরমিটরি ভবনের একমাত্র রাস্তাটি মরণ ফাঁদে পরিনত। দীর্ঘ এক যুগের ও বেশি সময় সংস্কার বিহীন থাকায় এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটির এমন বেহাল দশা।
সরেজমিনে দেখা যায়, রাস্তাটি বর্তমানে সব ধরণের যানবাহন চলাচলের অনুপযুক্ত। অথচ মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, ডরমিটরির আবাসিক প্রতিনিধি ব্যতীত প্রতিদিন দত্তপাড়া, চতুরংরায়ের পাড়া, দেওয়ান দীঘিরপাড়, পাল মহল্লা, পুর্বগড় ও বন্দের বাড়ীর সহস্রাধিক মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে। অসুস্থ রোগীর আনা নেওয়ার ক্ষেত্রে পোহাতে হয় সীমাহীন অবর্ণনীয় দুর্ভোগ। জনৈক ভুক্তভোগী ডরমিটরি ভবনের আবাসিক বাসিন্দা, বানিয়াচং জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে কর্মরত জুয়েল রানা বলেন, ডরমিটরি কোয়ার্টারে বানিয়াচংয়ের সব দপ্তরের কম বেশি অনেকই অবস্থান করে থাকে। একমাত্র রাস্তা হওয়ার কোয়ার্টারের সবাইকে ভীষন দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর অভিমত উপজেলা ক্যাম্পাসের ভেতরে জনগুরুত্বপূর্ণ এমন বেহাল রাস্তা সত্যিই মেনে নেওয়া কষ্টকর।
এ বিষয়ে বানিয়াচংয়ের উপজেলা প্রকোশলী মোঃ আল নুর তারেক জানান, রাস্তাটি এলজিইডির আওতাভুক্ত না হওয়ায় এমন বেহাল দশায় পরিনত। পরে বানিয়াচংয়ের নবাগত ইউএনও জনাব মাসুদ রানা’র সাথে দেখা করলে তিনি জানান,আমি রাস্তাটি নিজে পরিদর্শন করেছি। জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটির দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।
উল্লেখ্য এর আগেও কয়েকবার রাস্তাটির বেহাল দশা কতৃপক্ষের দৃষ্টি গোচরে আনার চেষ্টা করা হয়েছে কিন্তু কোন সুফল মেলেনি। এলাকাবাসী রাস্তাটি আশু সংস্কারের জন্য মাননীয় সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান মহোদয়ের সুদৃষ্টি কামনা করছেন।