বানিয়াচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 13 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Link Copied!

 

শিশির, বানিয়াচং : পুর্বের ন্যায় এই মাসে অনুষ্ঠিত হয়েছে বানিয়াচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা। (১৩ জুলাই) সোমবার বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য, ভাটি অঞ্চলের উন্নয়ন এর রুপকার অ্যাডভোকেট আব্দুল মজিদ খান মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন এর প্রতিনিধিবৃন্দ।

তখন তারা বানিয়াচং এই উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। এই সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি মহোদয় বলেন, আপনারা সবাই অবগত আছেন যে প্রাণঘাতী করোনা ভাইরাস এর কারনে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের দেশে ও মহামারী আকার ধারন করছে। কিন্তু তাতে আমাদেরকে আতঙ্কিত হলে চলবে না। আমাদের কে হতে হবে সচেতন।

তিনি আরও বলেন আপনারা জানেন এই করোনার মধ্যেও আমাদের মাঝে আরেকটি হাহাকার নেমে এসেছে যেটি হল বন্যা। তাই আপনারা সবাই সতর্ক ভাবে চলাফেরা করুন। আমরা আছি আপনাদের পাশে। তাছাড়া তিনি তার বক্তব্যে ছাত্রলীগ নেতা আব্দুর রউফ হত্যার বিষয় তুলে ধরেন। আপনারা সবাই জানেন গতকাল বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতির হাত পা বাধা লাশ পাওয়া যায়।

এই ঘটনার সাথে যারা জড়িতদের সুষ্ঠু তদন্ত করে শীগ্রই তাদের আইনের আওতায় আনার জন্য বানিয়াচং থানার অসি সহ উপজেলা প্রশাসন কে নির্দেশ প্রধান করেন। এবং মৃত ছাত্রলীগ নেতা আব্দুর রউফ এর রুহের মাগফেরাত কামনা করেন।