তারেক হাবিব, প্রধান প্রতিবেদক।। বানিয়াচং উপজেলার খাটখাল গ্রামে বাড়ির পার্শ্ববর্তী সুপারি বাগানে গাছ কাটতে গিয়ে তোফাজ্জল মিয়া (৩০) নামে এক লোক বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে। এ ঘটনায় স্বামী বাঁচাতে গিয়ে তার স্ত্রী হাফিজা বেগম (৩০) নামে এক মহিলা গুরুতর আহত হয়েছেন। তোফাজ্জল ওই গ্রামের মৃত জমশের আলীর পুত্র।

ছবিঃ বিদ্যুৎ পৃষ্ট মৃত তোফাজ্জল মিয়া।
নিহতরে ভাই আফজল মিয়া জানান, বিকেল ৩ টায় সুপারি গাছ কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের উচ্চ ক্ষমতাসম্পন্ন লাইনে সে বিদ্যুৎ পৃষ্ট হয়। এ সময় তার স্ত্রী হাফিজা তাকে উদ্ধার করতে গিয়ে নিজেও আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে উভয়কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানার এসআই খুরশেদ লাশের সুরতহাল তৈরি করেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। কোন অভিযোগের সম্ভাবনা না থাকলে, পরিবারের আবেদন সাপেক্ষে ময়না তদন্ত ছাড়া লাশ দেয়া যেতে পারে।