স্টাফ রিপোর্টার : ২০০৫ সালের দিকে বানিয়াচং নতুন বাজারের রিজুভি প্লাজার দোতলায় ছোট্ট রুম ভাড়া করে বানিয়াচং ইকরা গণগ্রন্থাগার নামে একটি পাঠাগার স্থাপন করা হয়। দু;খের বিষয় হলেও সত্য যে এই গণগ্রন্থাগারটি স্থাপন করার মাসের পর মাস তালাবদ্ধ অবস্থায় থাকে। নেই চোখে পড়ার মতো কার্যক্রমও। অথচ এই পাঠাগারের নাম করে বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রতিনিধির কাছ থেকে মোটা অংকের টাকা বরাদ্দ আনলেও দৃশ্যমান কোনো কাজ করানো হয়নি গ্রন্থাগারে ।

ছবি : দরজার উপরে লেখা ইকরা গণগ্রন্থাগারের সাইনবোর্ড
খোঁজ নিয়ে জানা যায়,এই গণগ্রন্থাগারের সভাপতি হিসেবে রয়েছেন বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও স্থানীয় ডা: ইলিয়াছ একাডেমির শিক্ষক নুরুল ইসলাম। তিনি আবার উপজেলা যুবলীগের সদস্যও। তার আগে তিনি খেলাফত মজলিসের রাজনীতির সাথে জড়িত ছিলেন। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বানিয়াচং ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার আশিকুল ইসলাম।
বিগত দিনে তিনিও ছিলেন খেলাফত মজলিসের রাজনীতির সাথে জড়িত। কার্যত এই দুইজনই নামকাওয়াস্তে গণ-গ্রন্থাগারটি চালিয়ে আসছেন। মাঝে মধ্যে বিভিন্ন দিবস এলে কয়েকজন মিলে একটি ছোটখাটো সভা করেই তাদের দায়িত্ব সেরে নিচ্ছেন। সামাজিক কর্মকান্ড তো দুরের কথা জাতীয় কোনো দিবস এলে পতাকা উত্তোলন ই করেনি তারা।

ছবি : ইকরা গণগ্রন্থাগারটি দিনের পর দিন তালাবব্ধ থাকে । ছবি টি গত মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় উঠানো
জানা যায়,বিগত ২০১৫ সালের জুন মাসের ৩০ তারিখে টিআর প্রকল্পের আওতায় ইকরা গণগ্রন্থাগারের উন্নয়ন ও সোলার প্যানেল স্থাপন বাবদ ৫০হাজার টাকা বরাদ্দ দেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বায়স্তাবায়ন কর্মকর্তা। তাদের দুজনের যৌথ স্বাক্ষরে গ্রন্থাগারের সভাপতি নুরুল ইসলামের বরাবারে এই বরাদ্দ দেয়া হয়। কিন্তু বরাদ্দের অর্থ দিয়ে গ্রন্থাগার উন্নয়নের সব টাকা উত্তোলন করে এই গ্রন্থাগারের সভাপতি/সেক্রেটারি মিলে পুরো টাকা ই আত্নসাত করে ফেলেছেন। গ্রন্থাগার উন্নয়নে কোনো রকমের কাজ হয়নি।
অন্যদিকে বিগত দিনে উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান এই গ্রন্থাগারের বরাবরে অনুরুপ বরাদ্দ প্রদান করেছিলেন। তাদের দেয়া এই বরাদ্দ ও উন্নয়নের জন্য কাজ না করে পুরো বরাদ্দ ই হাতিয়ে নিয়েছেন ইকরা কর্তৃপক্ষ। উন্নয়ন বলতে গ্রন্থাগারের পুরাতন ফার্নিচার রং করা তা নতুন চকচকে করা হয়েছে। এ ছাড়াও তথ্য আছে, সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও গ্রন্থাগার উন্নয়নের জন্য বরাদ্দ আনা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ কাছে কয়েক টনের টন চাল এনে সে চাল বিক্রি করে গ্রন্থাগারের সভাপতি সেক্রেটারি মিলে তাদের চলাচলের জন্য একটি মোটরসাইকেল ক্রয় করে নিয়েছে তারা।
ইকরা গ্রন্থাগারের পাশে থাকা বানিয়াচং কেবলস সার্ভিস এর লাইন অপারেটার আলআমিন মিয়া জানান,এই গ্রন্থাগারটি সবসময় ই বন্ধ থাকে। মাঝে মধ্যে দেখা যায় কিছু হুজুর টাইপের মানুষ এসে মিটিং করে। এ ছাড়া তাদের আর কোনো কার্যক্রম এখানে হয় না।
কথা হয় বানিয়াচং ইকরা গণগ্রন্থাগারের সভাপতি মাষ্টার নুরুল ইসলামের সাথে। তিনি জানান,মাসের পর মাস বন্ধ থাকে এই কথাটা ঠিক না। বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রায়ই খোলা থাকে। আর কর্মকান্ড বলতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আমরা নানান প্রতিযোগীতার আয়োজন করি। এই গ্রন্থাগারে সমাজের ধনাঢ্য ব্যক্তিরা বই প্রদান করেন। আর ইউএনও’র স্বাক্ষর ও সিল জাল করার কথাটাও ভূল।
বানিয়াচং ইকরা গণগ্রন্থাগারের কার্যক্রম সম্পর্কে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন নি।