শিশির, বানিয়াচং : বানিয়াচং-আজমিরীগঞ্জ শরিফ উদ্দিন মহাসড়কের ব্রিজের সংযোগ সড়কে তৈরি হয়েছে মরণ ফাদ। এই জায়গাটি বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়ন পরিষদের আমীরখানি মহল্লার বিজয় নগর গ্রামের পাশে অবস্তিত। এই রাস্তা দিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ জনগন। যদিও প্রতিদিন ওই রাস্তা দিয়ে লাখ লাখ মানুষের চলাফেরা।
দেখা যায় এই রাস্তা দিয়ে প্রতি আজমিরীগঞ্জ জলসুখা, নোয়াগড় বানিয়াচং সহ আরও বিভিন্ন এলাকার জনগন হবিগঞ্জ, সিলেট, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলাচল করছে। কিন্তু এতে প্রতিনিয়তই এখানে ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা। যা দাড়িয়েছে সাধারণ মানুষের জন্য হুমকি সরুপ। গতকার মঙ্গলবার ২৫ আগস্ট জায়গাটি সরেজমিনে গিয়ে দেখলে সেখানে দেখা যায় রাস্তার এই সংযোগ স্থলটি বালু মাটি দিয়ে তৈরি করায় বৃষ্টির পানিতে ভেঙ্গে গেছে ওই জায়গা। পরবর্তীতে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় এই রাস্তার সংবাদ প্রকাশ হলে কয়েকদিন পর মেরামত হয় এই রাস্তা। কিন্তু পরে আবার বৃষ্টি এবং বন্যার পানিতে আবার বেহাল দশা হয়ে পড়ছে।
তাই এলাকার সকল সচেতন মহল ওই রাস্তাটি মেরামতের জন্য এলাকার জনপ্রতিনিধিদের কাছে আকুল আবেদন জানান।