শিশির, বানিয়াচং : বানিয়াচং ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের অসহায় দরিদ্রদের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে চাল বিতরণ করেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কাশেম চৌধুরী।
শনিবার (২৫ জুলাই) সকালে ৪নং ইউনিয়ন পরিষদের প্রঙ্গনে ১২৫১ জনকে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করেন চেয়ারম্যান জনাব আবুল কাশেম চৌধুরী।
এসময় আবুল কাশেম চৌধুরী বলেন, আপনারা জানেন এই দুর্যোগ কালীন সময়ে সবাই রয়েছে বিপদে। অসহায় হয়ে পড়েছেন অনেক দরিদ্র শ্রমজীবী মানুষ। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। কারন এই দুর্যোগ এর সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন কোনো জনগন যাতে না খেয়ে থাকে সেদিকে লক্ষ রাখা। তাই আমরা তারই নির্দেশনায় প্রতিনিয়তই ছুটে চলেছি সেই অসহায় দরিদ্র মানুষের পিছনে।
এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেখাছ মিয়া সহ অনেক নেতৃবৃন্দ।