বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর-পূর্ব ইউনিয়নের মহারত্নপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন দেবকে ৫ লাখ টাকা চেয়ে বেনামে উড়ো চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। টাকা না দিলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে লাশ গুম করে ফেলার ও হুমকি দেয়া হয়েছে চিঠিতে।
এই বিষয়ে মহারত্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন দেব গত ১৮জুলাই বৃহস্পতিবার বানিয়াচং থানার অফিসার ইনচার্জ বরাবর জীবনের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত ১১টা থেকে পরের দিন বৃহস্পতিবার সকাল ৭টার মধ্যে কে বা কারা ঘরের বারান্দার ভিতরের দরজার সামনে একটি সাদা পলিথিন মোড়ানো খামের মধ্যে এই উড়ো চিঠি রেখে যায়।
উড়ো চিঠিতে উল্লেখ করা হয়-আপনি অঞ্জন দেব দীর্ঘদিন ধরে বানিয়াচং মহারত্নপাড়া এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। চাকরির সুবাদে বেতনের পাশাপাশি প্রচুর বোনাস পেয়েও আসছেন। এখন চাকুরি করতে হলে ভালোয় ভালোয় জুলাই ২৫ তারিখ রাত ৮টার দিকে বানিয়াচং টু নোয়াগড় রাস্তার মোড়ে ৫ লাখ টাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের লোক রেইনকোট ও হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেল অথবা মিশুক গাড়ি যোগে টাকা নিতে আমাদের লোক থাকবে। এসব বিষয় যদি থানা পুলিশ অথবা কোন রাজনৈতিক নেতাদের বলা হয় তাহলে লাশ গুম করে ফেলবে বলে উড়ো চিঠিতে উল্লেখ করা হয়।
এছাড়া ও আরো বিভিন্ন ধরণের ভীতিকর কথাবার্তা লিখা রয়েছে এই উড়ো চিঠিতে। উক্ত উড়ো চিঠি পাওয়ার পর প্রধান শিক্ষক অঞ্জন দেব আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছেন মর্মে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অন্যদিকে শিক্ষককে হত্যার হুমকিসহ টাকা দাবির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতির বরাবরেও প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসাইন জানান, বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে খতিয়ে দেখে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।