স্টাফ রিপোর্টার : মৎস্য সপ্তাহ ২০২০ উৎযাপনের চতুর্থ দিনে নির্ধারিত প্রোগ্রাম ছাড়াও মোবাইল কোর্ট এর মাধ্যমে বানিয়াচং ও আজমিরীগঞ্জের বিভিন্ন হাওড় হতে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আটক করে বিনষ্ট করা হয়েছে । শুক্রবার (২৪জুলাই) বানিয়াচং কালারডোবা হতে আজমিরীগঞ্জের বিস্তীর্ন হাওড় থেকে এসব অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।

ছবি : বিপুল পরিমানের কারেন্ট জাল জব্দ করে পোড়ানো হল আগুনে
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার শাহজাদ খসরু.বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, বানিয়াচং সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম । এসব বানিয়াচং থানার একদল পুলিশ এই মোবাইল কোর্টকে সাহায্য করেন। পরে ক্ষতিগ্রস্থ জেলেদের মাঝে ত্রানও বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান।