বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে চুরি হওয়া ৭ টি গরু, চোরাই কাজে ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
২৩ নভেম্বর দিবাগত রাত ৪টায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন এর দিক-নির্দেশনায় বানিয়াচং থানায় কর্মরত এএসআই মোহাম্মদ সুরমান আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় বানিয়াচং থানাধীন বড় বাজার থেকে নতুন বাজারগামী সরকারী পাকা রাস্তার পুরানবাগ জামে মসজিদের পাশে রাস্তায় রাত্রীকালীন চেকপোস্ট করে মৃত আব্দুল মহিত মিয়ার পুত্র মনির মিয়া(৩৪),মৃত আবুল মঈন খা’র পুত্র অলি মিয়া (৩৪) কে ৭টি চোরাই গরুসহ চোরাই কাজে ব্যবহৃত ডিআই গাড়ি ও একটি মোটরসাইকেল আটক করে থানা পুলিশ।

ছবি : উদ্ধার হওয়া দু্ই চোরসহ চোরাই কাজে ব্যবহৃত ডিআই গাড়ি,মোটরসাইকেল ও ৭টি গরু
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, চুরি হয়ে যাওয়া গরু, ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং চোরদের আটক করা হয়েছে।
আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে আমাদের টিমের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি এমরান হোসেন ।