ঢাকাWednesday , 15 April 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে ২২ জনের করোনা টেস্ট, ফলাফল নেগেটিভ

Link Copied!

জসিম উদ্দিন, বানিয়াচংঃ কোভিড-১৯ করোনাভাইরাস পরীক্ষার জন্য হবিগঞ্জের বানিয়াচং উপজেলা থেকে ২২   জন ব্যক্তির নমুনা পাঠানো হয়েছিলো রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআরে)।
এসব নমুনার প্রত্যেকটির ফলাফলই ‘নেগেটিভ’ এসেছে। অর্থাৎ, তারা করোনায় আক্রান্ত নন। এ পর্যন্ত বানিয়াচংয়ে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।

ছবিঃ করোনা ভাইরাসের ফাইল ছবি।

বুধবার (১৫ এপ্রিল) বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আব্দুল হাদি মোহাম্মদ শাহ্‌ পরান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গেলো কয়দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২২ জনকে আমরা কোভিড-১৯, করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। সবগুলোই নেগেটিভ এসেছে। আর নমুনা পরীক্ষার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।