বানিয়াচংয়ে ১২ কোটি ব্যয়ে ৬টি নতুন রাস্তার কাজ অনুমোদন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 16 May 2024

বানিয়াচংয়ে ১২ কোটি ব্যয়ে ৬টি নতুন রাস্তার কাজ অনুমোদন

Link Copied!

বানিয়াচং উপজেলার সদরের বিভিন্ন ইউনিয়নের নতুন করে ৬টি রাস্তা নির্মাণ করতে অনুমোদন দেয়া হয়েছে। এই ৬টি রাস্তা নির্মাণ করতে খরচ হবে প্রায় ১২ কোটি টাকা। রাস্তাগুলো আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ কাজ সম্পন্ন করবে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল জানান,আমার নিজস্ব বরাদ্দ থেকে এই ৬টি রাস্তার কাজ সম্পাদন করা হবে। উপজেলা সদরের ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার কাজ করতে সেগুলোর জন্যও চাহিদা পত্র দেয়া হয়েছে আশা করছি এই বছরের মধ্যেই সংস্কার কাজ শুরু হবে।

উপজেলা সদরের ৬টি রাস্তা হলো- বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের সারং বাজার থেকে মাতাপুর মসজিদ সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন (চেইনেজ ০০-৫০০মিঃ)। ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের তোপখানা পাকা রোড ভায়া দোকানটুলা মসজিদ থেকে রাইছ মিল সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন (চেইনেজ ০০-৭৫০মিঃ)।

৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট পয়েন্ট)-জাতুকর্ণপাড়া ঈদগাঁহ ডিসি রোড ভায়া মুহুরীর পুকুরের উত্তর পার্শ্ব সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন (চেইনেজ ০০-১৫০০মিঃ)। একই ইউনিয়নের দোয়াখানী (হাসিনা বেগমের বাড়ী)-শরীফ উদ্দিন সড়ক ভায়া জামে মসজিদ সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন (চেইনেজ ০০-৫৫০মিঃ)।

৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের বড় বাজার-নতুন বাজার রোড (মোবাইল টাওয়ারের নিকট হতে)-গার্লস স্কুল সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন (চেইনেজ ০০-৫০০মিঃ)। এবং বনমথুরা জিপিএস-নাপিতপাড়া আরজু মিয়ার বাড়ী গ্রামীণ সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন (চেইনেজ ০০- ১০৪৩মিঃ)।

উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম জানান, রাস্তা সম্পর্কে এখনো পুর্ণাঙ্গ কোন তথ্য আমার কাছে এখনো আসেনি। যেহেতু এমপি স্যার বলেছেন তাহলে কাজ হবে কোন সমস্যা নাই।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়