স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য বান্ধব কর্তৃক হতদরিদ্রদের জন্য ১০টাকা কেজি চাউলের উপকারভোগীদের নামের তালিকায় নাম থাকা সত্ত্বেও শুরু থেকেই চাল পাচ্ছেননা বানিয়াচং ৬নং কাগাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কয়েকজন উপকারভোগীরা। অভিযোগ রয়েছে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ও ডিলারের যোগসাজশে এই চাল আতœসাত করা হয়েছে। এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের নিকট তালিকাসহ লিখিত অভিযোগ দায়ের করেছেন কাগাপাশা ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত আকল মিয়ার পুত্র মো:আরজু মিয়া (ক্রমিক নং-৯০৮),মৃত আকল মিয়ার পুত্র বজলু মিয়া (ক্রমিক নং-৯০৭) ও ছানু মিয়ার পুত্র জাকির হোসেন (ক্রমিক নং-৮৯৯) ।
অভিযোগে জানান যায়,৬নং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিমুল হক সোহেল এর ছোট ভাই জুয়েল মিয়া ওই ইউনিয়নের ১০ টাকা কেজি চালের ডিলার। উপরে উল্লেখিত এই তিন জনের নামে কার্ড বরাদ্দ থাকলেও ডিলার তাদেরকে চাল না দিয়ে এই পরিমানের চাল আতœসাত করে আসছেন শুরু থেকেই। উপকারভোগীরা কার্ডসহ নামের তালিকা নিয়ে ডিলার জুয়েল মিয়ার কাছে গেলে তাদেরকে চাল না দিয়ে কার্ড রেখে তাড়িয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ফলে এই গরীব অসহায় মানুষেরা সরকারের ন্যায্য মূল্যের চাল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। অভিযোগকারী আরজু মিয়া জানান,তালিকায় আমাদের নাম রয়েছে তা আগে জানতাম না। কিছুদিন আগে খোঁজ নিয়ে জানতে পারলাম আমিসহ আরো কয়েকজনের নাম রয়েছে এই তালিকায়। ১০টাকা কেজি চাল বিতরণের শুরু থেকেই আমাদেরকে চাল দেয়া হয়নি। তাহলে এই পরিমান চাল উক্ত ডিলার অন্যত্র বিক্রি অথবা নিজে আতœসাত করেছেন বলে প্রতীয়মান হয়। এর প্রতিকার চেয়ে ন্যায় বিচার ও অধিকার পাওয়ার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছি।
অভিযোগের কপি জেলা দুর্নীতি দমন কমিশনেও প্রেরণ করা হবে বলে জানিয়েছেন আরজু মিয়া। তিনি আরো জানান,এটা নিয়ে কয়েকবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে গেলে বিষয়টা দেখবেন বলে জানিয়েছিলেন। কিন্ত আজ পর্যন্ত এটার কোনো সুরাহা করেননি। ৬নং কাগাপাশা ইউনিয়নের ১০টাকা কেজি চালের ডিলার জসিম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,শুধুমাত্র মে মাসের চাল তারা পায়নি। বিগত দিনে তারা চাল পেয়েছে। তারপরও যদি তারা না পেয়ে থাকে তাদের কার্ড নিয়ে আসুক আমি দেখব বিষয়টা।
এই বিষয়ে বিস্তারিত জানতে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সাথে কথা হলে তিনি দৈনিক “আমার হবিগঞ্জ”কে জানান,এই রকম একটা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে । তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।