বানিয়াচংয়ে হোসাইনিয়া জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মজিদ খান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 12 January 2021
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে হোসাইনিয়া জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মজিদ খান

অনলাইন এডিটর
January 12, 2021 5:47 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার :  বানিয়াচং উপজেলাধীন শতমুখা হোসাইনিয়া জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেছেন হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান। মঙলবার (১২জানুয়ারি) দুপুরে এ মসজিদের ভিত্তি স্থাপন করা হয়।  ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এমপি আব্দুল মজিদ খান  বলেন, মুসলিম উম্মাহর কাছে অত্যান্ত প্রিয় ও মর্যাদাপূর্ণ স্থান মসজিদ।  মসজিদ আল্লাহর ঘর।  পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে।  রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা মসজিদ। তাই মসজিদের সঙ্গে মুসলিম উম্মাহর হৃদয় ও আত্মার সম্পর্ক।

ছবি : নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন এমপি মজিদ খান

তিনি আরো বলেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, মেরামত, সংস্কার এবং এতে দান-সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয়। তাই তো পৃথিবীজুড়ে হাজারো লাখো দৃষ্টিনন্দন মসজিদ গড়ে উঠেছে মুসলিমদের স্বতঃস্ফূর্ত দানকৃত অর্থ-সম্পদে।  আল্লাহ এর জন্য পুরস্কারও ঘোষণা করেছেন।  হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করল, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন।  মসজিদ নির্মাণ করাকে হাদিসে সদকায়ে জারিয়া, অর্থাৎ চলমান সদকা হিসেবে অভিহিত করা হয়েছে।  মসজিদ নির্মাণের জন্য দান করলে, যতদিন এই মসজিদে মানুষ ইবাদত বন্দিগী করবে ততদিন এর সওয়াব (কবরে বসেও) বান্দা পেতে থাকবেন।  মসজিদ নির্মাণের পাশাপাশি মসজিদে ফ্যান দেওয়া, লাইট ব্যবস্থা করা কিংবা মসজিদের এসি ইত্যাদি ব্যবস্থা করে দিলেও এ সওয়াব পেতে থাকবে দানকারী।
ভিত্তিপ্রস্তর স্থাপন কালে, কোরআন তেলোয়াত ও দেশবাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমূল হক চৌধুরী, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কদ্দুছ, আওয়ামী লীগ বাছির মিয়া, শেখ সেলিম, ইমাম মুয়াজ্জিন সহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।