বানিয়াচং প্রতিনিধি : : বানিয়াচংয়ে হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনেরর দিকনির্দেশনায় বিথঙ্গল পুলিশ ফাড়ীর ইনচার্জ জাকির হোসেন সংগীয় ফোর্সের সহায়তার পৈলারকান্দি গ্রামের রুবেল হত্যা মামলার পলাতক আসামির পিতা- মৃত মস্তু চৌধুরীর পুএ এমদাদুল চৌধুরী (২৫) কে ফেনী সদর মডেল থানা পুলিশের সহায়তায় ফেনী সদর থানাধীন রেল গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয।
রবিবার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করিলে আসামি রুবেল হত্যা মামলায় জড়িত মর্মে স্বীকার করিয়া স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এমদাদুল ।
এছাড়া ইতিপূর্বে অত্র মামার প্রধান আসামি গেদু মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করিলে সেও মামলার ঘটনার জড়িত মর্মে স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
এছাড়াও এসআই হাবিবুর রহমান সংগীয় ফোর্সের সহায়তার অভিযান পরিচালনা করিয়া ২জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ আমার হবিগঞ্জকে জানান হত্যা মামলায় বাকি আসামিদের ধরতে এ অভিযান অব্যাহত থাকবে।