বানিয়াচংয়ে হত্যা মামলাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি আটক করেছে থানা পুলিশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 3 September 2021
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে হত্যা মামলাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি আটক করেছে থানা পুলিশ

Link Copied!

তানজিল হাসান সাগর :   বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে হোসেন আহমদ হত্যা মামলার প্রধান আসামি সেলু মিয়া, মাদক মামলার ২জন সাজাপ্রাপ্ত আসামি, চোলাইমদসহ মাদক ব্যবসায়ী ও অন্যান্য গ্রেফতারী পরোয়ানা ২জনসহ সর্বমোট-৬জন আসামী গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।

 

 

 

 

ছবি : হত্যা মামলাসনহ বিভিন্ন মামালা আসামি আটক করেছে বানিয়াচং থানা পুলিশ

 

 

 

 

 

গত বৃহস্পতিবার (২সেপ্টেম্বর)  দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে,র  দিক-নির্দেশনায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহা সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় ২(দুই) বছরের সাজাপ্রাপ্ত আসামি নখলার আব্দার মৃত সাদী মোহাম্মদ এর পুত্র টেনু মিয়া, এবং ১বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী দৌলতপুর গ্রামের মৃত খুশিদ মিয়ার পুত্র শওকত মিয়া (৪৭) কে গ্রেফতার করেন।

 

এবং বিথঙ্গল পুলিশ ফাড়ীতে কর্মরত এসআই হুমায়ুন কবির সংগীয় ফোর্সের সহায়তায় মীরপুর সাকিনে অভিযান পরিচালনা করে পৈলারকান্দি গ্রামের মৃত দোবরাজ রবিদাসের পুত্র  মাদক ব্যবসায়ী গমা রবিদাস (৫০), কে ৮০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ গ্রেফতার করা হয়েছে।

 

এছাড়া উক্ত সময়ে ২জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

অন্যদিকে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে অত্র থানাধীন প্রথমরেখ মহল্লার হোসেন আহমদ হত্যা মামলার প্রধান আসামি মৃত আবুল হোসেন মিয়ার পুত্র  সেলু (৩৫) কে শেরপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

 

বানিয়াচং থানার ওসি এমরান হোসেন দৈনিক আমার হবিগঞ্জকে জানান , থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, দাঙ্গা, মারামারিসহ মাদক নির্মুলে বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।