ইমদাদুল হক মাসুম : বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় পর্যায়ে যানবাহন সিএনজি, ইজিবাইক, মোটর সাইকেল চালকদের সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বানিয়াচং থানার এসআই মোঃ ওমর ফারুক।

ছবি : অবহিতকরণ প্রশিক্ষণ সভায় বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, চালকদেরকে সড়ক আইন মেনে যানবাহন চালাতে হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আশাকরি উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার সকল চালকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।
বিশেষ করে ওভারটেইক যাতে করে না করে সেক্ষেত্রে চালকদের খুব সাবধানে গাড়ি চালাতে হবে। গাড়ি যখন কোন দূর্ঘটনার কবলে পড়ে তখন কিন্তু শুধু যাত্রীগণ ক্ষতিগ্রস্ত হন না, চালকগণ এবং গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
যাত্রী সাধারণ এবং নিজে দূর্ঘটনার কবল থেকে রক্ষা পেতে সচেতনভাবে যে কোন চালকদের গাড়ি চালাতে বিনীতভাবে আহবান জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।