আমার হবিগঞ্জ নিউজ : এক সময় বাড়ির আঙ্গিনায় ছোট্ট একটি খুপড়ি ঘরে চা বিক্রি করত ওই নেতা। এলাকার মানুষের সাথে তেমন একটা ভালো সম্পর্ক ছিলনা তার। তুচ্ছ বিষয় নিয়ে আশেপাশের লোকদের সাথে ঝঁগড়াঝাঁটি করত। চা বিক্রয়ের পাশাপাশি অন্যের বাড়ির সুপারি গাছ থেকে সুপারি কুড়িয়ে জীবন নির্বাহ করত আজকের এই স্বেচ্ছাসেবকলীগ নেতা। একসময় হঠাৎ করে অদৃশ্য হাতের ছাত্রছায়ায় ভাগিয়ে নেয় বানিয়াচং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের একটি গুরুত্বপুর্ণ পদ। হয়ে উঠে স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি। তারপর থেকে ভয়ঙ্কর রুপ ধারণ করে এই নেতা।
হে বলছি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বর্তমান সেক্রেটারি আবু আসশাফ চৌধুরী বাবুর কথা। এই বাবুর বিরুদ্ধে এলাকায় রয়েছে বিস্তর অভিযোগ। এই পদটি ভাগিয়ে নিয়ে মোটা অংকের টাকা লেনদেন হয়েছে বলে একটি সুত্র নিশ্চিত করেছে। সেক্রেটারি নির্বাচিত হওয়ার পর থেকে নিজের ক্ষমতা অপব্যবহার করে সাধারণ মানুষের কাছে এক মুর্তিমান আতঙ্ক হিসেবে নিজেকে জাহির করতে এহেন কোনো কর্মকান্ড নেই যে সে করছেনা। প্রাতিষ্টানিক কোনো শিক্ষা নেই তার। পেরোয় নি প্রাইমারি গন্ডিও। তবে সদরের একটি মাদ্রাসায় ৫ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে বলে জানা গেছে। পরবর্তীতে জেলা শহরের একটি বই বিক্রির দোকানে কিছু দিন কর্মচারি হিসেবে যোগদান করে ওই নেতা। মূলত সেটার পর থেকেই রাজনীতিতে আসা তার।
আসশাফ চৌধুরী বাবুর বিরুদ্ধে মাদক ব্যবসাসহ দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি,সমাজের নিরীহ লোকদের বিনা কারণে অপমান,জনপ্রতিনিধি,সংবাদকর্মীদের সাথে দুর্ব্যবহার,দলীয় নেতাকর্মীদেরকে গালাগালি,দলীয় ক্ষমতা অপব্যবহার,অপহরণ,জায়গা দখল,সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে প্রাণনাশের হুমকিসহ রয়েছে অসংখ্য অভিযোগ। তবে দলীয় নেতা হওয়ায় আড়ালে আবডালে চালিয়ে যাচ্ছে মাদকে ব্যবসা। স্বেচ্ছাসেবকলীগের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি,মারামারি,হানাহানি এমন কোনো কাজ নেই যা বাবুর ডিকশনারিতে নেই। এলাকার জমির শেঠ নামের একজনকে দিয়ে মরণ নেশা ইয়াবা থেকে শুরু করে সবধরেণের মাদক বিক্রি করাচ্ছে ওই বাবু।
এমনটাই উঠেছে এসেছে দৈনিক আমার হবিগঞ্জের অনুসন্ধানে। সমাজের উশৃঙ্খল প্রকৃতির লোক হওয়ায় কেউ অনেকটা মান সম্মানের ভয়ে কোনো কিছু বলার সাহস পেতনা তার বিরুদ্ধে। কেউ প্রতিবাদ করলে তাকে নানাভাবে হামলা-হুমকির ভয় দেখিয়ে হেনস্থা করে ওই নেতা। অভিযোগ রয়েছে তার পরিবারের সদস্যদের উপর মারপিটের। কিছু দিন পূর্বে তার বড়ভাইকে পিঠিয়ে গুরুতর জখম করে ওই বাবু। তার ভয়ে তিনি এখন শহরে বসবাস করছেন। এমনকি তার চাচাতো বোন হামিদা বেগমের উপর বসত বাড়ি দখল নেয়ার জন্য হামলা চালায় বাবু। বিষয়টি নিয়ে আদালতে মামলাও করা হয়। পার্শ্ববর্তী একটি গ্রামের এক সংখ্যালঘু পরিবারের সদস্যকে অপহরণ করে তার কাছ থেকে মুক্তিপণ আদায় করে সে। উপজেলা ও বাজারের পাশে তার বাড়ি হওয়ায় সবকিছুতেই সে প্রভাব খাটাতো।
দলীয় কেনো মিটিং হলে সিনিয়র নেতাদের পিছনে ফেলে সবার আগে সে চেয়ারে বসার চেষ্টা করত। একের পর এক ঘটনায় তার কোনো বিচার না হওয়ায় অনেক সিনিয়র নেতারাই নাখোশ ছিলেন তার উপর। দিনের পর দিন বাবুর এই বেপরোয়া আচরণে এখন অনেকটাই ফেঁফে ফুঁলে উঠছেন বানিয়াচংয়ের সর্বস্তরের মহল। তার এই নানাবিধ কর্মকান্ডে অতিষ্ঠ্য হয়ে উঠছে এলাকার শান্তিপ্রিয় মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান,বাবু দলের ক্ষমতা অপব্যবহার করে একের পর এক অপকর্ম করে যাচ্ছে। নিরীহ লোকদের লাঞ্চিত করাই তার একমাত্র কাজ। এসব লোকের কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তারা। সাধারণ জনতার প্রশ্ন তার লাগাম টেনে ধরার মতো কি কেউ নেই ?
সার্বিক বিষয় নিয়ে কথা হয় জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসানের সাথে। তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান,আজ (সোমবার) বিষয়টি জেলা সেক্রেটারির সাথে কথা বলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।