বানিয়াচংয়ে স্বাস্থ্যবিধি না মেনে সোনালী ব্যাংক শাখায় চলছে কার্যক্রম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 6 April 2021
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে স্বাস্থ্যবিধি না মেনে সোনালী ব্যাংক শাখায় চলছে কার্যক্রম

Link Copied!

ইমদাদুল হক মাসুম :  সারাদেশে করোনা পরিস্থিতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকার গতকাল (০৫ ই এপ্রিল ২০২১) থেকে ৭ দিনের কঠোর লকডাউন আরোপ করেছে। কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র লক্ষ্য করা গেল বানিয়াচং সোনালী ব্যাংকের প্রতিবন্ধী ভাতা বিতরণের ক্ষেত্রে। ভাতা বিতরণের জন্য উনারা বেছে নিয়েছেন ব্যাংকের পাশের একটা প্রাথমিক বিদ্যালয়কে।

 

কিন্তু সেখানে সরেজমিনে উপস্থিত হয়ে দেখা গেল, স্বাস্হ্যবিধি না মানার প্রতিযোগিতা চলছে। যা দেখে সাধারণ মানুষ লকডাউন না মানতে অনেক বেশি নিরুৎসাহিত হচ্ছে।

 

ছবি : ভাতা নিতে আসা গ্রাহকদের দীর্ঘ লাইন

 

বানিয়াচং ৭ নং ইউনিয়নের গুণই গ্রাম থেকে ভাতা নিতে আসা একজন মধ্য বয়স্ক ব্যক্তির অভিযোগ,তিনি গতকাল সোনালী ব্যাংকে এসে ম্যানেজারের সাথে যোগাযোগ করলে উনার একাউন্টে টাকা জমা হয় নাই মর্মে উনাকে সমাজসেবা অফিসে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু সমাজসেবা অফিসে যোগাযোগ করা হলে উনার একাউন্টে টাকা জমা হয়ে গেছে বলে উনি দু-টানায় পড়েন।

পরে আবার ব্যাংকে আসলে টাকা জমা হয়েছে বলে জানায় এবং আগে যে ব্যাক্তি একাউন্ট চেক করেছেন উনি ভুল চেক করেছেন বলে উনাকে অবহিত করা হয়। একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির এই হয়রানি কতটুকু যৌক্তিক তা ব্যাংকের মোলায়েম চেয়ারে বসা বড়কর্তারাই বলতে পারবেন।

 

এ ব্যাপারে সোনালী ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার রাসেল মারুফের সাথে যোগাযোগ করা হলে উনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান,আমরা উপজেলা প্রশাসন ও ইউএনও মহোদয়ের সাথে যোগাযোগ করেই সব করেছি। আমাদের তো আর পর্যাপ্ত লোকবল নাই! আমরা কেমনে কি করব। উনারা নিজেরা সচেতন না হলে আমাদের কি করার আছে বলেন। উনাদের ভাতা তো আর বন্ধ রাখা যাবে না।