বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে রেশমা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর গলায় ফাঁস দেয়া ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রেশমা উপজেলা সদরের পাড়াগাঁও মহল্লার আব্দুল জলিল মিয়া কন্যা। স্থানীয় ইলিয়াছ একাডেমীর অষ্ঠম শ্রেণীর ছাত্রী। রোববার (২২মার্চ ) ঝুঁলন্ত লাশ উদ্ধার করে বানিয়াচং থানা পুলিশ। জানা যায়, পরিবারের সকলের অগোচরে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রেশমা। পরে তার পরিবারের লোকজন থানায় খবর দিলে বানিয়াচং থানার এসআই আব্দুল ছাত্তার লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন। তবে কি কারণে সে আত্নহত্যা করেছে কেউ কোনো কিছু বলতে পারেনি।
বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তদন্ত চলছে, লাশ উদ্ধার মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বাকী সব জানা যাবে।