বানিয়াচংয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা : ঘাতক রিংকুর স্বীকারোক্তিমূলক জবানবন্দী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 18 May 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা : ঘাতক রিংকুর স্বীকারোক্তিমূলক জবানবন্দী

Link Copied!

তানজিল হাসান সাগর,বানিয়াচং প্রতিনিধি  : বানিয়াচং ৭নং বড়ইউড়ি ইউনিয়নের ছিলারাই গ্রামের ছিলারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী সুবর্ণা সরকার (৯) কে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে এক যুবক। গত শনিবার রাত ৮টার সময় তার বাড়ির পাশের একটি ডোবা থেকে মৃতদেহ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ। উদ্ধার হওয়া স্কুল ছাত্রী ছিলারাই গ্রামের প্রভাত সরকারের মেয়ে। এই অভিযোগে প্রভাত সরকার বাদি হয়ে একই গ্রামের হগেন্দ্র সরকারের পুত্র রিংকু সরকারকে আসামি করে বানিয়াচং থানায় একটি এজাহার দাখিল করেছেন।

 

এজাহার সুত্রে জানা যায়,প্রভাত সরকারের স্কুল পড়ুয়া কন্যা সুবর্ণা সরকার গত শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকার সময় বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। কিছুক্ষন পর খাবারের জন্য পরিবারের অন্য সদস্যরা একত্রিত হলে ঘরে আসেনি তার সুবর্ণা সরকার। অনেক জায়গায় খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের অবহিত করেন প্রভাত সরকার। এই সময় প্রভাত সরকারের প্রতিবেশী রিংকু সরকারকে তার ঘরের আশেপাশে এসে ঘুরাঘুরি করতে দেখেন। তার আগে এই আসামি রিংকু সরকার প্রভাত সরকারের স্কুল পড়–য়া কন্যা সুবর্ণাকে প্রায়ই স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিত।

ছবি : পুলিশের হাতে আটক ধর্ষক ও হত্যাকারী রিংকু সরকার

বিষয়টি এলাকার মুরুব্বি এবং রিংকু সরকারের পিতা-মাতাকে জানালে তারা কোনো কর্ণপাত করেননি। সুবর্ণা সরকার নিখোঁজ হওয়ার পর আসামি রিংকু সরকারের আচার-আচরণে সন্দেহ হওয়ায় তার উপর নজরদারি বাড়ান সুবর্নার পরিবারের সদস্যরা। তার প্রতি সন্দেহ বাড়তে থাকায় স্থানীয় মেম্বার আবুল কালামসহ এলাকার কিছু মুরুব্বিদের নিয়ে গত রোববার আসামি রিংকু সরকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে রিংকু সরকার সুবর্ণাকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম করার কথা অকপটে স্বীকার করে। সাথে সাথে বানিয়াচং থানা পুলিশকে খবর দিলে বানিয়াচং থানায় অবহিত করলে অফিসার ইনচার্জ এমরান হোসেন বিষয়টি হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম-পিপিএমকে জানানোর পর তার দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো: সেলিমের এর নেতৃত্বে তদন্ত (ওসি) প্রজিত কুমার দাশ,এসআই হিরক চক্রবর্তী,এসআই আব্দুস সাত্তার,সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থালে উপস্থিত হয়ে রিংকু সরকারকে জিজ্ঞাসাবাদ করিয়ে সে ভিকটিম সুবর্ণা সরকারকে বাড়ির পূর্ব পাশে ধানের খলায় নিয়ে ধর্ষণ শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয় বলে জানায়।

 

একপর্যায়ে তার দেয়া তথ্য মতে গত শুক্রবার রাত ৮ঘটিকায় জগৎ সরকারের বাড়ির পূর্ব পাশের ডোবার ভিতর থেকে সুবর্ণার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

 

এই ঘটনায় নিহত সুবর্ণার বাবা প্রভাত সরকার সোমবার (১৮মে) বাদি হয়ে রিংকু সরকারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সং/০৩) এর ৯(২) তৎসহ দন্ডবিধি ২০১ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৫। বানিয়াচং থানার এসআই আব্দুস সাত্তার এর উপর তদন্তভার অর্পণ করা হয়েছে।

 

এদিকে ধৃত আসামি রিংকু সরকার মামলার ঘটনার সাথে নিজেকে জড়িয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো: সেলিম।