বানিয়াচংয়ে সেচ প্রকল্প নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করে দিলেন এমপি আব্দুল মজিদ খান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 20 November 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে সেচ প্রকল্প নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করে দিলেন এমপি আব্দুল মজিদ খান

Link Copied!

পলাশ পাল :   হবিগঞ্জের বানিয়াচংয়ে সেচ প্রকল্প নিয়ে দীর্ঘদিনের বিরোধ সালিশে নিষ্পত্তি করে দিলেন এমপি আব্দুল মজিদ খান ।।
বানিয়াচং উপজেলার ১৪ নং মুরাদপুর ও ১৫ নং পৈলার কান্দি দুই ইউনিয়নের লোকজনের মাঝে সেচ প্রকল্প নিয়ে দীর্ঘদিনের বিরোধ শুক্রবার (২০নভেম্বর) এ বিরোধ নিষ্পত্তি করে দেয়া হয় ।
জানা যায় – সোনাকান্দি সেচ প্রকল্পের অধীনে ১৩০০ কের বোরো জমি রয়েছে, এই সেচ প্রকল্প নিয়ে এলাকার দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল আস্তে আস্তে তাদের বিরোধ মারাত্মক আকার ধারণ করে দাঙ্গা হাঙ্গামা সংগঠিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়,
এই পরিস্থিতি দমন করে, তাদের বিরোধ নিষ্পত্তির জন্য আজ এমপি মহোদয়ের নিজ চেম্বারে দুই পক্ষের উপস্থিতিতে
প্রায় তিন ঘন্টা ব্যাপী আলোচনা করে উভয় পক্ষের যাবতীয় বিরোধ নিষ্পত্তি করে দিয়েছেন এডভোকেট আব্দুল মজিদ খান। উক্ত সালিশ বিচারে উভয় পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এলাকা জুড়ে শান্তির সুবাতাস বইছে ।

ছবি: বানিয়াচংয়ে সেচ প্রকল্প নিয়ে দীর্ঘদিনের বিরোদ নিস্পত্তি করে দিলেন এমপি আব্দুল মজিদ খান

সালিশ বিচারে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, ইউনিয়ন চেয়ারম্যান ফজলুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমূল হক চৌধুরী সহ এলাকার গণ্যমান্য মুরুব্বিয়ান।
যুগে যুগে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সালিশ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সমাজের নানা অসঙ্গতি অন্যায় -অবিচার দূর করতে রাষ্ট্রীয় ব্যবস্থার পাশাপাশি সামাজিক বিচার ব্যবস্থা মানুষকে অনেক শান্তি স্বস্থি ও নিরাপদে রাখছে আর এসব কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে সমাজহিতৈষী কিছু সালিশ ব্যক্তিদের জন্য।
স্বেচ্ছাসেবামূলক এসব কাজে নিজের দায়িত্ববোধ ও নৈতিকতার প্রকাশ ঘটিয়ে সালিশিরা নিজেদের গৌরবান্বিত মনে করতেন।
ঐতিহ্যবাহী সালিশ বিচারকে প্রাধান্য দিয়ে এলাকার শত শত বিরোধ সালিশ বিচারের মাধ্যমে নিষ্পত্তি করে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করে যাচ্ছেন এমপি আব্দুল মজিদ খান ।