বানিয়াচংয়ে ছোডা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 12 December 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে ছোডা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Link Copied!

বানিয়াচং প্রতিনিধি  :  বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের মকা হাওরের ছোডা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ডিসেম্বর) সকালে ভাসমান এই লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যান এরশাদ আলী ও মেম্বার শাফিক মিয়াকে খবর দেন। পরবর্তীতে তারা পুলিশকে খবর দিলে বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।

 

ছবি : লাশ উদ্ধার করে নিয়ে আসছে পুলিশ

 

তাৎক্ষনিক লাশের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ। তিনি আরো জানান,ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হবে। অন্যদিকে কয়েক বছর পূর্বেও এই নদী দিয়ে আরেকটি লাশ ভেসে এসেছিল বলে এলাকাবাসী দৈনিক আমার হবিগঞ্জকে জানিয়েছেন ।