বানিয়াচংয়ে “সিদ্দিক হোসেন খান ফাউন্ডেশন” এর উদ্যোগে অসহায়দের মাঝে কাপড় বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 24 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে “সিদ্দিক হোসেন খান ফাউন্ডেশন” এর উদ্যোগে অসহায়দের মাঝে কাপড় বিতরণ

Link Copied!

শিশির, বানিয়াচং : বানিয়াচংয়ে সিদ্দিক হোসেন খান ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে। (২৪ জুলাই) শুক্রবার বেলা ১২ টায় সাগর দিঘীর পশ্চিম পাড়স্থ খান বাড়ির বাংলায় সকলের হাতে কাপড় তুলে দেন সিদ্দিক হোসেন খান ফাউন্ডেশন এর চেয়ারম্যান সাজ্জাদ হোসেন খান এর মা এবং অন্যান্য নেতৃবৃন্দ। এসময় তারা একশ পাঁচ জনের মাঝে এই উপহার বিতরন করেন। তাছাড়া আরও অনেক সচেতনতা মুলক বক্তব্য রাখেন অনুষ্টানে আসা নেতৃবৃন্দ।

ছবি : বানিয়াচংয়ে অসহায়দের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দিচ্ছেন প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ

এসময় নেতৃবৃন্দরা বলেন, প্রানঘাতি করোনা ভাইরাস এর কারনে অসহায় হয়ে পড়েছেন অনেক দরিদ্র শ্রমজীবী মানুষ। অনেকে ঠিকমত খেতে পারছেন না। অনেকে পারছেন না মানুষের অন্যতম ব্যবহারের জিনিস কাপড় পর্যন্ত কিনতে। তাই আমরা প্রতিনিয়তই ছুটে চলেছি সেই অসহায় দরিদ্র মানুষের পিছনে। আমরা সবাই জানি পৃথিবীতে মানুষ মানুষের জন্য। একে অপরের উপর নির্ভরশীল। তাই এই দুর্যোগ কালীন সময়ে আমরা আমাদের দরিদ্র পাড়া প্রতিবেশিদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তাই আমাদের কে অসহায় ক্ষতি গ্রস্ত সবার পাশে দাঁড়াতে হবে।

 

উক্ত কাপড় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্দিক হোসেন খান ফাউন্ডেশন এর চেয়ারম্যান সাজ্জাদ হোসেন খান এর মা।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং ৪নং দক্ষিণ, পশ্চিম ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান রেখাছ মিয়া।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবদাল হোসেন খান, উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন খান এর বড় ভাই। অন্যান্যদের  উপস্থিত ছিলেন সাংবাদিক মখলিছ মিয়া, জসিম উদ্দিন,মাজহারুল ইসলাম অপু, মোক্তাদির হোসেন সেবুল, কবি এম আর ঠাকুর, হৃদয় হাসান শিশির সহ আরও অনেক নেতৃবৃন্দ।