বানিয়াচংয়ে সাংবাদিক খলিলের ভাইয়ের মৃত্যু : প্রেসক্লাবের শোক   - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 24 June 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে সাংবাদিক খলিলের ভাইয়ের মৃত্যু : প্রেসক্লাবের শোক  

Link Copied!

বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর এর বানিয়াচং প্রতিনিধি খলিলুর রহমান খলিলের বড় ভাই আবু মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি……… রাজিউন।

মঙ্গলবার (২৩ জুন) রাত ১২ টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।  যুক্তরাষ্ট্র প্রবাসী আবু মিয়া কয়েক মাস পূর্বে ছুটিতে দেশে আসেন। আগামী ৩ জুলাই যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিল তার। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বর্তমানে তার ছেলে-মেয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বুধবার (২৪ জুন) বেলা ১১ টায় দারুল কোরআন মাদ্রাসা ময়দানে জানাযা শেষে স্থানীয় বিবির দরগা মসজিদ সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

ছবি : যুক্তরাষ্ট্র প্রবাসী মরহুম আবু মিয়ার ফাইল ছবি

এদিকে সাংবাদিক ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলের বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বানিয়াচং প্রেসক্লাব নেতৃবৃন্দ। তার রুহের মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব সভাপতি ও কালের কণ্ঠ’র বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ আলীসহ সকল সদস্যবৃন্দ।