বানিয়াচংয়ে সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান করোনায় আক্রান্ত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 27 April 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান করোনায় আক্রান্ত

Link Copied!

শেখ সজীব হাসান,বানিয়াচংঃ   করোনা ভাইরাস মহামারী থেকে বানিয়াচংবাসীকে সর্বদা সচেতন রাখতে আপ্রান চেষ্টা চালিয়ে গেছেন বানিয়াচং উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান।বাজার দর সীমিত রাখতে প্রায় প্রতিদিনই বিভিন্ন বাজারে পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।অনিয়ম দেখলেই করেছেন জরিমানা।অসহায় দরিদ্রের মাঝে করেছেন ত্রাণ বিতরন।
সার্বক্ষণিক সহায়তা করেছেন উপজেলা নির্বাহী অফিসার কে।তার কর্মকান্ডে সবার কাছে হয়ে উঠেছিলেন প্রশংসার পাত্র।
কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই আক্রান্ত হয়ে পড়েছেন মহামারী করোনা ভাইরাসে।

 

জানা যায়, গত ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিলো। রবিবার রাতে পরীক্ষার রিপোর্টে তার নমুনায় করোনা পজিটিভ এসেছে ।


বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) মামুন খন্দকার রবিবার (২৬এপ্রিল) রাত ১২ টার দিকে দৈনিক আমর হবিগঞ্জ কে বিষয়টি নিশ্চিত করে করেছেন।

তাছাড়া তিনি আরও জানান, করোনা আক্রান্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান বর্তমানে হবিগঞ্জ শহরে তার বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি সার্বক্ষণিক তার শারীরিক অবস্থার খোজ-খবর নিচ্ছেন বলেও জানিয়েছেন।

উনার আক্রান্তের খবর বানিয়াচংবাসীকে মর্মাহত করেছে। পুরো সচেতন মহলে হতাশা সৃষ্টি হয়ে গেছে।বানিয়াচংবাসী উনার দ্রুত সুস্থতা কামনা করছেন।