বানিয়াচংয়ে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে সরকারি ৪৬ বস্তা দুই রকমের সার ও ৬০ বীজ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদের দক্ষিণের বাড়ি সুদিন দাসের গোয়াল ঘর থেকে এসব সার ও বীজ উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম।
সরেজমিনে গিয়ে একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মধ্যে সরকারিভাবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামের দুর-দুরান্ত থেকে আসা কৃষাণ-কৃষাণীরা কার্ডের বিনিময়ে এই সার ও বীজ পান। এসব সার-বীজ তাদের এলাকায় নিয়ে যাওয়া কষ্টসাধ্য ব্যাপার হওয়ায় বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার নাসির উদ্দিনের কাছে কম মূল্যে বিক্রি করে দেন।
ইউপি মেম্বার নাসির উদ্দিন কৃষকদের কাছ থেকে এসব সার-বীজ কিনে উপজেলা পরিষদের দক্ষিণে বাড়ি সুদিন দাসের গোয়াল ঘরে জমা করে রাখেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই সুদিন দাসের বাড়িতে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম।
এসময় অভিযানের ঠের পেয়ে ইউপি মেম্বার নাসির উদ্দিন ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক সুদিন দাসকে আটক করা হয়। একপর্যায়ে সুদিন দাসকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, এসব সার ও বীজ ইউপি মেম্বার নাসির উদ্দিন তার গোয়াল ঘরে রেখেছেন। আমি আর এর বেশি কিছু জানিনা। আমিও সরল মনে এসব রাখতে দিয়েছি। পরে বাড়ির মালিক সুদিন দাসের কাছ থেকে মুছলেকা রেখে তাকে ছেড়ে দেয়া হয়।
এই বিষয়ে ইউপি মেম্বার নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, এসব বিষয়ে আমি কোন কিছু জানিনা। এগুলো আমার মালই না । হয়তো বা দুরের কৃষকরা নিতে না পারায় এইখানে রেখে গেছে। এসবের সাথে আমার কোনো সম্পর্ক নাই।
বিস্তারিত জানতে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম দৈনিক আমার হবিগঞ্জকে জানান, খবর পেয়ে আমার সরকারি সার ও বীজ জব্দ করেছি। পরে কৃষি অফিসের কাছে এসব হস্তান্তর করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: এনামুল হক। অভিযানে সহযোগীতা করেন বানিয়াচং থানা পুলিশের এসআই কাদিরের নেতৃত্বে একদল পুলিশ।