বানিয়াচংয়ে সরকারি পুকুর থেকে রাতের আধারে মাছ চুরির অভিযোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 20 May 2024
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে সরকারি পুকুর থেকে রাতের আধারে মাছ চুরির অভিযোগ

Link Copied!

বানিয়াচং উপজেলা সদরের ১নং ইউনিয়নের অন্তর্গত দত্তপাড়া গ্রামের কবির আহমেদ এর বাড়ি সংলগ্ন সরকারি পুকুর থেকে রাতের আধারে লাখ লাখ টাকার মাছ চুরির অভিযোগ করেছেন একই গ্রামের মৃত নবাব উল্লাহর পুত্র হাজী মো: কবির আহমেদ।

গত রবিবার (১৯মে) সরকারি কমিশনার (ভূমি) বরাবর দত্তপাড়া গ্রামের মৃত প্রফুল্ল দেবের পুত্র কৃষ্ণ দেব, মৃত কংকন দেবের পুত্র টোকন দেব, মৃত মনি দেবের পুত্র পরিতোষ দেব ও মৃত ভানু দেবের পুত্র লিটন দেবের এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন তিনি।

অভিযোগ ঘেটে জানা যায়,দত্তপাড়া গ্রামের হাজী কবির আহমেদ এর বাড়ি সংলগ্ন একটি সরকারি পুকুর রয়েছে। উক্ত পুকুরটি নিয়ে আদালতে মামলা হলে সরকারের পক্ষে রায় হয়। বর্তমানে মহামান্য হাইকোর্ট সিভিল রিভিশন মোকদ্দমা বিচারাধীন রয়েছে। যার সিভিল রিভিশন মোকদ্দমা নং-৩৪২১/২০১৮ইং। পুকুরটি নিয়ে হাইকোর্ট ডিভিশনে দরখাস্তকারী ১২নং প্রতিপক্ষ হিসেবে মামলায় সহযোগী হিসেবে কন্টেস্ট করে আসছেন। সম্প্রতি পুকুরের পানি শুকিয়ে গেলে গত শনিবার রাত ও পরের দিন ভোর রাত পর্যন্ত আসামীগণ রাতের আধারে পুকুরের মধ্যে সেচের মেশিন বসিয়ে জোরপূর্বক প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ উত্তোলন করেছে।

এ দিকে বাড়ির সামনে পুকুর সংলগ্ন একটি মাদ্রাসা রয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা উক্ত পুকুরে ওজু গোসল সেড়ে নিচ্ছেন। সরকারি পুকুর ও সরকারি সম্পত্তি রক্ষা করতে এবং জোর করে যাতে মৎস আহরণ না করতে পারে সেই জন্য জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিতে সহকারি কমিশনার (ভূমি) বরাবার লিখিত অভিযোগ দিয়েছেন হাজী মো: কবির আহমেদ।

অন্যদিকে বিগত কয়েক বছর পূর্বে পুকুর পাড়ের প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন জাতের গাছ বিক্রির অপরাধে তৎকালীন সহকারি কমিশনার (ভূমি) অভিযুক্তদের মুছলেকা ও জরিমানা করেন। ২নং বিবাদী টোকন দেব বানিয়াচং সাব রেজিস্ট্রার অফিসের চাকুরি করায় এর ফলে এলাকায় প্রভাব বিস্তার করে অবৈধভাবে মাছ আহরণে লিপ্ত রয়েছে। অভিযুক্ত কৃষ্ণ দেবের সাথে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।

লিখিত অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে বানিয়াচং সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম দৈনিক আমার হবিগঞ্জকে জানান,বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।