বানিয়াচংয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 12 December 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে

Link Copied!

শেখ সজীব হাসান,বানিয়াচংঃ   জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান”এই শ্লোগানকে সামনে রেখে বানিয়াচং উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা মানববন্ধন করেছেন।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

 

ছবি : মানববন্ধনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্ততা ও কর্মচারীবৃন্দ

 

 

প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম চৌধুরী বলেন,স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করছি ।

এসময় উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার ভূমি ইফফাত আরা জামান উর্মি,কৃষি কর্মকর্তা এনামুল হক,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল হাদি শাহ পরান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শুকরানা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম,পল্লীবিদ্যুৎ ডিজিএমইএ মাসুম মোল্লা,পি আই মলয় দাস, সিএ রুবেল খানঁসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।