বানিয়াচংয়ের সন্দল পুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকা অনিয়ম ও নিয়ম বহির্ভূত করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিদ্যালয়ের নেহার বেগম নামে এক অভিভাবক ভোটার তালিকা অনিয়মের অভিযোগ তুলে। গত ৩ জুলাই হবিগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী নেহার বেগম। যাদের বিবাদী করে মামলা করেন। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা, প্রধান শিক্ষক, সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ও জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান,
মামলা সুত্রে জানা-যায় উপজেলার খাগাউড়া ইউনিয়নের সন্দল পুর গ্রামে মৃত জনাব আলী গত ১০ জানুয়ারী ২০১৭ সালে মৃত্যুবরণ করেন। মোঃ জনাব আলীর মারা যাওয়ার পর থেকে তার স্ত্রী নেহার বেগম ছেলে মেয়ের পড়াশোনা, চিকিৎসা যাবতীয় সহ তাদের ভরণপোষণ করে আসছেন, বাদীনির মেয়ে মোছাঃ সাবিনা আক্তার সন্দপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় এর সপ্তম শ্রেণীর খ শাখার একজন নিয়মিত ছাত্রী তার বাবার মৃত্যুর পর মা নেহার বেগম উল্লেখিত প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে তার স্বামী মৃত্যুবরণের কথা লিখিতও মৌখিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হয়।
শিক্ষার্থীর বাবা মৃত্যুর পর থেকে বিদ্যালয়ের খরচ বহন করে আসছেন ছাত্রী মা নেহার বেগম কিন্তু বিদ্যালয়ের ২০২৪ সালের অভিভাবক ম্যানেজিং কমিটির নির্বাচনে ঐ ছাত্রীর অভিভাবক নেহার বেগম কে অভিভাবক সদস্য না করে মনগড়া মত মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের জন্য ১৪ জুলাই দিন ধার্য রয়েছে।
কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিভাবক নির্বাচনের তফশিল অন্যায়,অনিয়ম, নীতিমালা ও ত্রুটিপূর্ণ ভোটার তালিকা করায় হবিগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে ৩ জুলাই মামলা করলে।
বিগত ৪ জুলাই বাদী সিনিয়র সহকারী জজ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করিলে মাননীয় আদালত বাদী বিবাদীর উভয়পক্ষের দীর্ঘ শুনানি শেষে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বরাবরে সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২৪ এ অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হয়।এ অবস্থায় আগামী ১৪ জুলাই ২০২৪ সুন্দরপুর ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির ওই নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
মামলায় চারটি অভিযোগ করা হয়েছে, ভোটার তালিকায় অনেকেই বাদ পড়েছেন, ভোটার তালিকায় সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন তার নাম ভোটার তালিকায় নেই, মৃত্যু ব্যক্তির বদলে শিক্ষার্থী পরিবারের কাউকে অভিভাবক সদস্য করা হয় নি।
ভোটের তালিকায় অনিয়ম ,মৃত ব্যাক্তিদের ভোটার তালিকা ভুক্ত করা তথা ম্যানিজিং কমিটি গঠন সংক্রান্ত সরকারি প্রবিধান মালা২০২৪ খ্রি: লংঘন করায় আদালত নির্বাচনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন।