বানিয়াচংয়ে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বৈঠক করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মাহী আহমেদ চৌধুরী ও ইউএনও মাহবুবুর রহমান। মঙ্গলবার (১৩আগস্ট) উপজেলা পরিষদের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা জানান শেখ হাসিনার সরকার পতনের পর বানিয়াচঙ্গে কোনো সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেনি।
বানিয়াচং উপজেলায় সবসময়ই সা¤প্রদায়িক স¤প্রীতির পরিবেশ বিদ্যমান। একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময়ও এখানে মুসলমানদের দ্বারা কোনো হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেনি। বরং মুসলমানরা হিন্দুদের আশ্রয় দিয়েছেন, তাদের প্রাণ বাঁচিয়েছেন। তারা ইউনিয়ন পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বৈঠক করার জন্যও সেনাবাহিনীর মেজর মাহী আহমেদ চৌধুরীর কাছে দাবি জানান।
পরে মেজর মাহী আহমেদ চৌধুরী ইউনিয়ন পর্যায়ে সভা করবেন বলে সনাতন ধর্মাবলম্বীদের অবহিত করেন। সভায় মেজর মাহী আহমেদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সকল শ্রেণী পেশার মানুষের অকৃত্রিম বন্ধু এবং সকলের নিরাপত্তা দিতে আমরা সদা প্রস্তত।
বানিয়াচংয়ে তাৎক্ষনিক অনাকাঙ্খিত অঘটন ঘটলেও বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এখানে সব শ্রেণীপেশার মানুষ ও ছাত্র-জনতা সনাতন ধর্মালম্বীদের উপসনালয় ও বাড়িঘর পাহারা দিচ্ছেন, যা সম্প্রীতির মেলবনন্ধন। হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিটি ইাউনিয়নে হিন্দু কমিউনিটির সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করে সকলকে সাহস যোগাতে পদক্ষেপ নিয়েছি আমরা।
সভায় উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা বিক্রম মহারত্ন, সজল কান্তি গোপ, দেবাশীষ চৌধুরীসহ ১৪টি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী নেতা সভায় বক্তব্য রাখেন। সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ছাড়াও সভায় সাংবাদিকসহ সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।