বানিয়াচংয়ে সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার ব্যবসায়ী মানিক চৌধুরী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 28 June 2021
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার ব্যবসায়ী মানিক চৌধুরী

Link Copied!

স্টাফ রিপোর্টার : বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মানিক মিয়া চৌধুরী (৬০) নামে এক ব্যবসায়ী। তাকে গুরুতর আহত অবস্থায় বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । রোববার (২৭ জুন) সকাল ৮টায় সাগর দিঘীর পূর্বপাড়ে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সাগর দিঘির পূর্ব পাড়ের মৃত এজাবত খার মেয়ে বহু অপকর্মের হোতা সখিনা বেগম (৪৫) এর ছাগল প্রায়-ই মানুষের ফসলি জমি নষ্ট করে এবং গাছ খেয়ে ফেলে। এ ঘটনায় কে বা কারা তার ছাগলকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে বানেশ্বর বিশ্বাসের পাড়ার আব্দুল আওয়ালের ছেলে অলি মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সখিনা বেগম।

 

 

 

ছবি : সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার আহত মানিক চৌধুরীকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে

 

 

 

 

অলি মিয়া গালিগালাজ এর কারণ জিজ্ঞাসা করলে সে আরও ক্ষিপ্ত হয়ে লাঠি নিয়ে তার উপর চড়াও হয়। এতে করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এদিকে ঘটনাটি আহত মানিক মিয়া চৌধুরীর দোকানে সামনে হওয়ায় উভয়পক্ষতে থামাতে যান তিনি। একপর্যায়ে কে বা কারা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। মুহুর্তের মধ্যেই তিনি মাটিতে পড়ে যান। পরে আশেপাশের মানুষ এগিয়ে এসে আহত মানিক চৌধুরীকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে রাখা হয়েছে। তার মাথায় ১০টি সেলাই লেগেছে বলে জানিয়েছেন জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক।

বর্তমানে তিনি বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তার মাথা আঘাত গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসক সিটিস্ক্যান করানোর জন্য নির্দেশনা দিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আজ (সোমবার) হবিগঞ্জ সদর হাসপাতালে কিংবা সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হতে পারে বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।

উল্লেখ্য,সাগর দিঘী পূর্বপাড় এলাকার মৃত এজাবত খা’র মেয়ে সখিনার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম নিয়ে বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছিল। তার এই অপকর্ম থেমে মুক্তি পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা,বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সুপারের বরাবর অভিযোগ দাখিল করেছিলেন এলাকাবাসী।