বানিয়াচংয়ে সংঘর্ষে নিহত ৩ জনের দাফন সম্পন্ন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 11 May 2024
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে সংঘর্ষে নিহত ৩ জনের দাফন সম্পন্ন

Link Copied!

সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে গত বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরি ইউনিয়নের আগুয়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত ৩ জনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০মে) আছর নামাজের পর মন্দরী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে এলাকার কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজের উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, সাবেক সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, বানিয়াচং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসাইনসহ শতশত মুসল্লীগণ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ইউনিয়নের আগুয়া বাজারে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হন। নিহতরা হলেন-আগুয়া গ্রামের শুকুর মিয়ার পুত্র আব্দুল কাদির (২৫),বজলু মিয়ার পুত্র সিরাজ মিয়া (৫০) ও আলীরাজ মিয়ার পুত্র লিলু মিয়া (৪০)। এ ঘটনায় আহত হন উভয়পক্ষের প্রায় শতাধিক লোক।