বানিয়াচংয়ে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 18 December 2019
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

Link Copied!

রায়হান উদ্দিন সুমন :   বানিয়াচংয়ে শ্রী শ্রী সারদা মায়ের ১৬৭তম জন্মতিথি উপলক্ষে সারদা সংঘ ও শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে আয়োজনে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টায় রামকৃষ্ণ সেবাশ্রমে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

সারদা সংঘের সভাপতি অনুফা রায়ের সভাপতিত্বে ও আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল ভুষণ রায়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন রামকৃষ্ণ সেবাশ্রমের বিবেক মহারাজ। বক্তব্য রাখেন- যুগ্ম জেলা জজ ঝলক রায়,আশিস কুমার রায়। সারদা সংঘের উদ্যোগে এলাকার মোট ২৫জন শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।