বানিয়াচংয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 10 February 2022
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান

Link Copied!

হবিগঞ্জের বানিয়াচংয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরীব অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার ১০ নং সুবিদপুর ইউনিয়নের গরীব অসহায় ও  ১শ শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করেন তিনি।

বানিয়াচংয়ে ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে।

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে পাশে দাঁড়ালেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

শীতবস্ত্র বিতরণকাল আবুল কাশেম চৌধুরী বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই ।