বানিয়াচংয়ে দিগন্ত জুড়ে আগাম শীতের সবজির সমারোহ। সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেক কৃষক। তাই এখানকার কৃষকরা ধান চাষের পাশাপাশি সবজি চাষে বেশি আগ্রহী হয়ে উঠছেন। বানিয়াচং-আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ-বানিয়াচং রাস্তার দুই পাশে নানা জাতের সবজি চাষ করে যাচ্ছেন চাষীরা।
তাদের ফলানো সবজি জেলার বিভিন্ন উপজেলা থেকে শুরু করে আশেপাশের উপজেলাগুলোতে ও বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। লালশাক, পুঁইশাক, পালংশাক, লাউশাক, বুত্তাশাক, দারাশাক, মুলাশাক ও কলমিশাক আর করলা, টমেটো,ফুলকপি,বাঁধাকপি, বেগুন, বরবটি ও সিম চাষ তুলনামূলক বেশিই হয়ে থাকে।
এসব চাষ করেই দরিদ্রতা থেকে মুক্তি পেয়েছে অনেক পরিবার হয়েছে স্বাবলম্বীও। তাই নিজের জমি না থাকলেও অন্যের জমি বর্গা নিয়ে হলেও শাক-সবজি চাষে সফল ও স্বাবলম্বী হতে ব্যস্ত সময় পার করেছেন সবজি চাষীরা।
বানিয়াচংয়ের বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, রাস্তার উভয় পাশ জুড়ে শুধু সবজির আবাদ। খামার-ক্ষেতে ব্যস্ত কৃষাণ-কৃষাণীরা। এখানকার সবজি চাষীরা জানান, তারা বরাবরই শাক-সবজি চাষ করে আসছেন। এতে তারা সফলও।
তাদের মতামত, সরকারি সংস্থাগুলো যদি তাদের চাষকৃত শাক-সবজির উৎপাদন বাড়াতে আর একটু সতর্ক নজর রাখে তাহলে আরও সফল ও লাভবান হওয়া সম্ভব। সবজির চাহিদা বাড়তে শুরু করেছে। ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি ও চালকুমড়া, ঢেঁড়স, শসা, করলা, বেগুনসহ নানান জাতের সবজি চাষে ব্যস্ততার মধ্য দিয়ে দিন পার করছে চাষীরা।
উপজেলা সদরের শেখের মহল্লার সবজি চাষি সুমন মিয়া জানান, এ বছর ৪০ শতক জমিতে বাঁধাকপি, ৩০ শতক জমিতে ফুলকপি, ৩০ শতক জমিতে বেগুন, ৪০ শতক জমিতে মূলা ও ২০ শতক জমিতে লাউসহ টমেটা চাষ করছি। ইতিমধ্যে ফুলকপি, টমেটো বিক্রি করাও শুরু হয়েছে।
৩নং ইউনিয়নের দেশমুখ্যপাড়ার সাবির হোসাইন জানান,৩৩ শতক জমিতে বাঁধাকপি ও ২০ শতক জমিতে ফুলকপি লাগিয়েছি। ফলনও ভালো হয়েছে।
চাষীরা জানান, গত বছর তারা দাম ভাল পেয়েছেন। এবারও ভালো বিক্রির আশা করছেন। তবে শ্রমিক ও কৃষি উপকরণের দাম বেশি হওয়ার কারণে খুব বেশি লাভ হচ্ছে না। এই তো কদিন আগেও যে সব পতিত জমি পড়েছিল অনাবাদি হিসেবে সে সব জমিতে সবজি চাষ করে যাচ্ছেন তারা।
এ ব্যাপারে উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ এনামুল হক জানান, কৃষি বিভাগ থেকে আগাম সবজি চাষের জন্য কৃষকদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। এ ছাড়া কৃষকরা যেন সহজেই কীটনাশক, বীজ, সার ও উৎপাদন সহায়ক যন্ত্রপাতি পান সেজন্য সহকারি কৃষি কর্মকর্তা ও ব্লক সুপারভাইজাররা নিয়মিত তদারকি করে থাকেন।