বানিয়াচংয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 14 December 2019
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা

Link Copied!

রায়হান উদ্দিন সুমন : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস -২০১৯ উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে বানিয়াচং উপজেলা প্রশাসন। শনিবার (১৪ ডিসেম্বর) বেলা এগারটায় উপজেলা হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার,সাবেক উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল ভুষণ রায়,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ,সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া ও রায়ের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান।

সভায় বানিয়াচংয়ের নিহত বুদ্ধিজীবি সৈয়দ সায়েদুল হাসানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ ও তার নামে একটি রাস্তা নামকরণের দাবি তুলা হয় আলোচনা সভায়। আলোচনা সভায় শিক্ষক,সাংবাদিক,জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।