বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক,মহান স্বাধীনতার ঘোষক-বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৩০মে) বেলা ১১টায় ছিলাপাঞ্জাস্থ সাফিয়া-জাবেদ কমিউনিটি সেন্টারে বানিয়াচং উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন ফারুকের সভাপতিত্বে যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবাশ্বির আহমেদ মজনুর যৌথ সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাবেক সিনিয়র য্গ্মু আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ বশীর আহমেদ বলেন, জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। বর্তমান সরকার ইতিহাস পরিবর্তন করে জিয়াউর রহমানের অবদান মুছে ফেলার চেষ্টা করছে। সরকার দেশে উন্নয়নের নামে দুর্নীতি, লুট ও অরাজকতা সৃষ্টি করেছে প্রতিনিয়ত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ এ সরকারের প্রতি অতিষ্ঠ বলেও বক্তব্যে তুলে ধরেন তিনি।
শেখ বশীর আহমেদ আরো বলেন- বানিয়াচংয়ের কৃতি সন্তান আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ তারুণ্যের অহংকার তারেক জিয়ার নির্দেশে দেশও দেশের বাহির বিএনপিকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠা করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। পাশাপাশি এই নেতাকে অভিনন্দন ও জানান তিনি।
আলোচনা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান,ফরহাদ হোসেন বকুল,সাবেক য্গ্মু আহবায়ক মহিবুর রহমান বাবলু,মতিউর রহমান মতু,উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ,১২নং সুজাতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুভ আহমেদ মজলিশ,৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শরীফ উদ্দিন,৮নং খাগাউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, ,সাংগঠনিক সম্পাদক আজগর আলী,দক্ষিণ বানিয়াচং যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নাসের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক ইমরান আহমেদ সাদ্দাম,জেলা যুবদলের সদস্য শেখ মিজানুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াজ উদ্দিন রাসেল,সদস্য সচিব এম এ হাসান,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিলন খান,সদস্য-জহিরুল ইসলাম নাসিম,যুবদল নেতা সালাউদ্দিন ফয়সল,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শরীফ উদ্দিন ঠাকুর।
উপস্থিত ছিলেন-উপজেলা কৃষকদলের আহবায়ক জুলফি খান তিতু,উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাকির
হোসেন,উপজেলা যুবদলের য্গ্মু আহবায়ক তোফাজ্জুল হোসেন স্বপন,ইলিয়াছ আলী,সোহেল চৌধুরী। কৃষক দলের সদস্য সচিব মোক্তাদির হাসান সেবুল,৫নং দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামদু মিয়া,যুবদলের সদস্য-শফিকুল ইসলাম,মোস্তাক মিয়া,ইমরুল হাসান,দুলাল,ইমরান হোসেন,হাসান আল মামুন,রিপন আহমেদ,লুৎফুর রহমান,আহমদ আখঞ্জী, সুমন চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক লিটন ঠাকুর,এমদাদুল ইসলাম রকি,শিশির উদ্দিন খান,তুষার হোসেন খান সৈকত,মনির হোসেন,বায়েজিদ রেজা,ফজলু,সিরুল,শেখ নাসিম, ৪নং ইউনিয়ন বিএনপি নেতা কাওছার আহমেদ রাসেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আলী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শেখ বাকের হোসেন,যুগ্ম আহবায়ক ইমদাদুল হক বাবু,সদস্য-রেদুয়ান মিয়া, হাবিবুর রহমান,৩নং ইউনিয়ন ছাত্রদলের সদস্য নাদিম খান, এম এ মান্নান, সাজু মিয়া, দিহান আহমেদ,আল কাউছার হোসেন, কামাল হোসেন,ফয়সল তালুকদার, উজ্জ্বল তালুকদার, সাজিবুর রহমান, সাইফুল ইসলাম রাজন,সারওয়ার জাহান,আশিকুর রহমান, মির্জা মহিবুর রহমান, ছাব্বির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু বক্কর। শেষে কালিকাপাড়া এতিমখানার এতিম শিশুদের মধ্যে খাবারবিতরণ করা হয়।
অন্যদিকে বড়বাজার সাবরেজিস্ট্রার অফিস, শহীদ মিনার, গ্যানিংগঞ্জ বাজারের পশ্চিম দিক ও ৪নং ইউপি সংলগ্ন স্পটে পথচারীদের মধ্যে খাবার বিতরণ করেন নেতাকর্মীরা ।