বানিয়াচংয়ে পবিত্র কোরআন শরীফ বিতরণ করলেন আ’লীগ নেতা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 29 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে পবিত্র কোরআন শরীফ বিতরণ করলেন আ’লীগ নেতা

Link Copied!

শিশির, বানিয়াচং :  বানিয়াচংয়ে সাবেক সংসদ সদস্য শরীফ উদ্দিন এমপি গনগ্রন্থগার পাঠাগারের পক্ষ থেকে কোরআন শরীফ বিতরন করা হয়েছে। পাঠাগারের প্রধান সমন্বয়কারী,কেন্দ্রীয় আওয়ামীলীগ এর আইন বিষয়ক উপকমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

ছবি : পবিত্র কোরআন শরীফ তুলে দিচ্ছেন আ’লীগ নেতা মযেজ উদ্দিন শরীফ রুয়েল

(২৯ জুলাই) বুধবার বিকেলে বানিয়াচং নতুন বাজারে অবস্থিত পাঠাগার প্রাঙ্গনে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেন তিনি। ছাত্রদের  মাঝে কোরআন শরীফ বিতরন কালে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল  বলেন- বানিয়াচং আজমিরিগঞ্জ এর প্রতিটি মসজিদ হাফিজিয়া  মাদ্রাসায় আমরা পবিত্র কোরআন শরীফ বিতরণ করে যাচ্ছি। আমাদের এই বিতরণ অব্যাহত থাকবে। তিনি আরও বলেন- আপনারা সবাই জানেন প্রানঘাতি করোনা ভাইরাসের কারনে অসহায় হয়ে পড়েছেন অনেক দরিদ্র শ্রমজীবী মানুষ।

 

তার পাশাপাশি অসহায় হয়ে পড়েছেন অনেক মসজিদ মাদ্রাসার ইমাম, ছাত্ররা। কিন্তু আমরা তাদের পাশে দাড়িয়েছি। আমরা সব সময় পাশে থাকব ইনশাআল্লাহ। আমাদের এই আধার কেটে একদিন আলো আসবেই ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য প্রয়োজন আমাদের সচেতনতা। তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সচেতনতা অবলম্বন করুন। আমরা আছি আপনাদের পাশে সব সময় । পবিত্র কোরআন  শরীফ বিতরণের সময় উপস্থিত ছিলেন গণগন্থাগরের সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।