বানিয়াচংয়ে লাখ টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার : পোড়ানো হল আগুনে - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে লাখ টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার : পোড়ানো হল আগুনে

Link Copied!

তানজিল হাসান সাগর :  জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৩জুলাই) বানিয়াচং উপজেলার আদর্শ বাজার থেকে গন্দবপুর গ্রাম সংলগ্ন হারুনী হাওরে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসব প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে জনম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১ লাখ টাকা।

 

ছবি : বানিয়াচংয়ের হারুনী হাওড় থেকে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়ানো হচ্ছে

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মি। এসময় উপস্থিতি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন বানিয়াচং থানার এসআই মোঃ জুলহাস উদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ।