ঢাকাশনিবার , ৩ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে লকডাউনের নিষেধ অমান্য করায় ৯ জনকে জরিমানা

দৈনিক আমার হবিগঞ্জ
জুলাই ৩, ২০২১ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বানিয়াচং প্রতিনিধি: বানিয়াচংয়ে স্বাস্থ্যবিধি ও সার্বিক লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জনকে ৮ হাজার ৯০০ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

 

ছবি : ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ

শনিবার (৩জুলাই) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্থ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন।

 

ছবি- নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব পুরকায়স্থ ও সেনাবাহিনীর মেজরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সূত্রে জানা যায়, উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজার, বড় বাজার ও ছিলাপাঞ্জায় পৃথক অভিযান চালিয়ে করোনা সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫(১) ধারায় এসব জরিমানা করেন তিনি। অভিযানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর রাজিব, ক্যাপ্টেন আল আমিন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, সিনিয়র নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, দপ্তর সম্পাদক তানজিল হাসান সাগর, ইমতিয়াজ আহমেদ লিলু এবং সিএ ফয়জুর রহমান রুবেল প্রমুখ।

Developed By The IT-Zone