শেখ সজীব হাসান,বানিয়াচংঃ বানিয়াচং থেকে হবিগঞ্জ যাওয়ার একমাত্র রাস্তা দিয়ে প্রতিদিন শত শত গাড়ির চলাচল হয়। কিন্তু একমাত্র রাস্তাটি ই এখন মরন ফাঁদে পরিণত হয়েছে।
৩জুন,বুধবার সরজমিনে গিয়ে দেখা যায় , বানিয়াচং থেকে হবিগঞ্জ যাওয়ার মূল ফটক দেশমূখ্য পাড়া ব্রীজের কাছে রাস্তা ভেঙ্গে বিশাল গর্তে পরিণত হয়েছে। এতে করে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

এ ব্যাপারে মটর সাইকেল চালক রায়হান মিয়ার সাথে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ কে জানান,বানিয়াচং থেকে হবিগন্জ যাওয়ার একমাত্র রাস্তায় এই রকম মরনফাঁদ থাকলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। দ্রুত রাস্তাটি মেরামত করা হোক।

তাছাড়া স্থানীয়দের সাথে কথা হলে তারা উদ্বেগ প্রকাশ করে বলেন,বিগত ৫-৬ দিন যাবৎ ব্রীজের কাছে এত বড় একটি মৃত্যুকূপ তৈরি হয়ে আছে দেখার মতো কি কেউ নেই? বড় ধরনের কোনো দূর্ঘটনা ঘটার পূর্বেই যেনো দ্রুত রাস্তাটি মেরামত করা হয় সেজন্য বানিয়াচং উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন।