ইমদাদুল হক মাসুম,বানিয়াচং : করোনা ভাইরাসের কারনে সারা বাংলাদেশ যখন স্থবির ঠিক তখনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাতের আঁধারে অ্যাম্বুলেন্স যোগে বানিয়াচং আসছে একদল মানুষ। দেশের এই পরিস্থিতিতে প্রশাসন যেখানে সবাইকে নিজ নিজ কর্মস্হলে অবস্থানের নির্দেশ দিয়েছেন সেখানে কেন এই এই গোপনীয়তা এই প্রশ্ন এখন সর্বত্র।
খোঁজ নিয়ে জানা গেছে,রাতের আধারে যারা আসছেন তারা অধিকাংশই বিভিন্ন গার্মেন্টসের শ্রমিক। গার্মেন্টস বন্ধ দেয়ার ফলে শ্রমিকরা বাড়িতে ফিরতে শুরু করেছে। এদিকে এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বানিয়াচংয়ের সচেতন মহল।তারা জানান,তাদের এই বাড়ি ফেরা হয়ত বানিয়াচং এর জন্য এক অশনি সংকেত হয়ে দেখা দিতে পারে। প্রশাসনের উচিত এখনই এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্হা গ্রহন করার। অন্যথায় সাধারণ মানুষের জীবন পড়তে পারে এক ভয়াবহ ঝুঁকিতে। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার মহোদয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি।