বানিয়াচংয়ে যানজট নিরসনে ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 20 October 2021
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে যানজট নিরসনে ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা

Link Copied!

স্টাফ রিপোর্টার :   বানিয়াচং উপজেলার অন্যতম একটি হাট-বাজার হচ্ছে গ্যানিংগঞ্জ বাজার। এ বাজারে যানজট নিত্যনৈমিত্তিক ঘটনা। এবার সেই বাজার থেকে যানজট নিরসনে উদ্যোগ নিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন। 

 

বুধবার (২০ অক্টোবর) রাত ৮টায় থানা অফিস কক্ষে ওসি মোহাম্মদ এমরান হোসেন এর সভাপতিত্বে ব্যবসায়ী কল্যাণ সমিতি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

ছবি : মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ওসি এমরান হোসেন

 

 

 

 

 

 

 

এসময় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সহসভাপতি মোঃ সাবাজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মস্তোফা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, কোষাধ্যক্ষ দিদারুল আলম বাবলু, ক্রীড়া ও প্রচার সম্পাদক মোঃ মোশাহিদ মিয়া, নির্বাহী সদস্য মোঃ রবিউল আলম রবি, টমটম ও মিশুক প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন আলতু এবং মোঃ হাফিজুর রহমান প্রমুখ ।

 

বাজারে আগত জনসাধারণ, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী, হাসপাতালে অসুস্থ রুগীসহ সর্বসাধারণ যাতে করে স্বাচ্ছন্দভাবে সদা এবং নির্বিঘ্নে সড়ক দিয়ে যাতায়াত করতে পারেন এ বিষয়ে বিশদ আলোচনা হয়েছে।

 

এ ক্ষেত্রে বাজার নেতৃবৃন্দ ও অত্যন্ত গুরুত্বসহকারে যানজট নিরসনের বিষয়টি নিয়েছেন।