সারা দেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে ঐতিহাসিক ৭ই মার্চ-২০২২ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৭ মার্চ) নানান অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে এ ঐতিহাসিক দিবসটি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে সকাল ৯টায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শতকণ্ঠে ৭ই মার্চের ভাষণ, ৭ই মার্চের ভাষণ ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, ২নং উত্তর-পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, জাতির পিতার এ ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ জাতিকে ঐক্যবদ্ধ করেছিল।
তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বেশি বেশি করে এ ভাষণটি বারবার শোনা উচিৎ। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রীরা খুব চমৎকারভাবে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ দিয়েছে এজন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সেক্রেটারি শিব্বির আহমদ আরজু, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, পল্লী সঞ্চয় কর্মকর্তা সুদীপ কুমার দেব ও মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।