বানিয়াচংয়ে যথাযথভাবে পতাকা উত্তোলন না করায় জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 27 March 2021

বানিয়াচংয়ে যথাযথভাবে পতাকা উত্তোলন না করায় জরিমানা

Link Copied!

দেওয়ান শোয়েব রাজা : বানিয়াচংয়ে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঠিক মতো জাতীয় পতাকা উত্তোলন না করায় ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মি। শুক্রবার (২৬মার্চ) বিকেলে বানিয়াচংয়ের নতুনবাজার,বড়বাজারে এই অভিযান পরিচালনা করেন তিনি।

 

ছবি : বানিয়াচংয়ের বড়বাজারে একটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার দৃশ্য

 

 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বানিয়াচংয়ের বিভিন্ন হাটবাজারে যথাযথভাবে পতাকা উত্তোলন কার্যক্রম পর্যবেক্ষণ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় সঠিকভাবে পতাকা উত্তোলন না করায় ১৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।  ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফতা আরা জাহান ঊর্মি দৈনিক আমার হবিগঞ্জকে জানান, বানিয়াচং উপজেলার বড় বাজার ও নতুন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ফ্লাগ রুলস সঠিকভাবে প্রতিপালন না করায় ১৬ টি প্রতিষ্ঠান কে অর্থদন্ড প্রদান করা হয়েছে । অন্যদেরকে মৌখিক ভাবে সতর্ক করে দেয়া হয়েছে।

একই সময়ে পথচারিদের মাস্ক না থাকায় তাদেরকে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জাহান ঊর্মি ।

বানিয়াচং সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়