তানজিল হাসান সাগর : “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি”- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০’ মঙ্গলবার (২১জুলাই) থেকে সারাদেশে শুরু হয়েছে। সপ্তাহটি চলবে ২৭ জুলাই পর্যন্ত। এ উপলক্ষে বানিয়াচংয়েও নেয়া হয়েছে নানা কর্মসূচি।

ছবি : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাইকিং করার জন্য ব্যানার
সপ্তাহব্যাপী পুরো উপজেলায় মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা, মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান, মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষিদের মৎস্য চাষ বিষয়ে নিবিড় পরামর্শ প্রদান, চাষিদের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করা হবে ।

ছবি : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাইকিং করে জনসচেতনতামূলক পরিচালনা করছে উপজেলা মৎস্য অফিস
শেষ দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বানিয়াচং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।