শেখ সজীব হাসান,বানিয়াচংঃ বানিয়াচঙ্গে মোটরসাইকেল চুরি মামলার পলাতক আসামি বহু অপকর্মের হোতা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য তোফায়েলকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ৪নং ইউপির শরীফখানী গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে।
মঙ্গলবার (৩আগসট) রাতে অতিরিক্ত পুলিশ সুপার( বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে’র নির্দেশনায় ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে এসআই মহিন উদ্দীন সঙ্গীয় ফোর্সের সহায়তায় শরীফখানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা করেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান,আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলা এলাকায় চুরি,ছিনতাই,ডাকাতি,দাঙ্গাসহ সকল ধরনের অপরাধ রোধকল্পে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।