বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা দিল উপজেলা পরিষদ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 27 March 2021
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা দিল উপজেলা পরিষদ

Link Copied!

ইমদাদুর হক মাসুম  : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে বানিয়াচংয়ে বীরমুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারকসহ আর্থিক অনুদান তুলে দিল বানিয়াচং উপজেলা পরিষদ। শুক্রবার (২৬মার্চ) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে ও সাবরেজিস্ট্রার মোস্তফা মো:ইসমত পাশার পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

 

 

ছবি : বানিয়াচংয়ে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। পাশে এমপি মজিদ খানসহ অন্যান্য অতিথিবৃন্দ

 

 

বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুৃরী,সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টার,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক।

 

 

ছবি : মুক্তিযোদ্ধা পরিবারের হাতে সম্মাননা স্মারকসহ উপহার তুলে দিচ্ছেন এমপি মজিদ খান ও আবুল কাশেম চৌধুরী

 

 

বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বীরমুক্তিযোদ্ধা শেখ নমীর আলী,বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদির তুফানি প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থসহ সম্মাননা স্মারক প্রদান করে উপজেলা পরিষদ।